ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় কোনো নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা উচিত হবে না। বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘের অধীনে ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। জাতিসংঘের অধীনে জাতীয় নির্বাচন হলেই কেবল বিএনপি নির্বাচনে আসা উচিত।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ এ আলোচনা সভার আয়োজন করে।
শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, জাতিসংঘের হস্তক্ষেপে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশে বর্তমানে নির্বাচনের নামে খেলা চলছে। জেনেশুনে বিষপান করবে না বিএনপি।
তিনি বলেন, এদেশে নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণাধীন। র্যাব-পুলিশকে তারা নিজস্ব সংস্থায় রূপান্তরিত করেছে। দলীয় এসব সংস্থা দিয়ে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না।
শাহ মোয়াজ্জেম হোসেন বলেন,গত সিটি করপোরেশন নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে অংশ না নিতে পরামর্শ দিয়েছিলাম। যা হোক, দলের পলিসি ঠিক করতে স্ট্যান্ডিং কমিটি আছে। স্ট্যান্ডিং কমিটির অর্থ হচ্ছে ‘খাড়া কমিটি’। খাড়া কমিটি বসে বসে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়গুলো ঠিক করে।
বিএনপির এই নেতা বলেন, দেশে বর্তমানে গণতন্ত্র নেই। দেশে কারাগারের ভয়াবহতা বিরাজ করছে। কারাগারে তবুও দু’বেলা খেতে দেয়া হয়ং। কিন্তু বাইরে বের হলে মা-বোনেরা ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবে কিনা গ্যারান্টি নেই।
আয়োজক সংগঠনের সভাপতি চৌধুরী রাজিব হাসান রিপনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম