এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক বিদেশি নাগরিকের আর্তনাদ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদেশি নাগরিকের মোবাইল ফোন ছিনতাই হওয়ার পর তিনি স্টেশনে হাঁটু গেড়ে বসেই আর্তনাদ করতে থাকেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই বিদেশি নাগরিক পুলিশের দ্বারস্থ হননি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং মোবাইল ফোনটি উদ্ধার ও ছিনতাইকারীকে আটকের চেষ্টা চলছে।
এ বিষয়ে রবিবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, ভিডিওটি তিনি দেখেছেন। ঘটনাটি গতকাল শনিবারের হতে পারে। ছিনতাইকারীকে শনাক্ত করতে বিমানবন্দর স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা চলছে। ফুটেজ দেখে ছিনতাইকারীকে আটক করে মোবাইল ফোনটি উদ্ধার করা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ওই বিদেশি নাগরিক স্টেশনের প্ল্যাটফরমে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশে কিছু একটা বলছেন। এ সময় তার আশাপাশে অনেক মানুষ দেখা যায়।