এমটিনিউজ২৪ ডেস্ক : নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতি পঞ্জিকা বছরে রাজনৈতিক দলগুলোকে তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিতে হয়। ইসিতে জমা দেওয়া দলগুলোর সর্বশেষ অডিট রিপোর্ট অনুযায়ী, এ বছর দীর্ঘদিন পর নিবন্ধন ফিরে পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী শীর্ষে রয়েছে। দলটির কোনো ব্যাংক হিসাব না থাকলেও ২০২৪ সালে আয় করেছে ২৮ কোটি ৯৭ লাখ ২ হাজার ২৯৯ টাকা এবং ব্যয় করেছে ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি গত বছরে আয় করেছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা, আর ব্যয় করেছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা।
জাতীয় পার্টি তৃতীয় স্থানে রয়েছে; তাদের আয় ২ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা, ব্যয় ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৪ টাকা।
প্রথমবারের মতো নিবন্ধন পাওয়া গণঅধিকার পরিষদ আয় দেখিয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা এবং ব্যয় করেছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা।
অন্যদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলন ২০২৪ সালে আয় করেছে ৩১ লাখ ৫৫ হাজার ৬৫৬ টাকা, আর ব্যয় দেখিয়েছে ৩১ লাখ ১৪ হাজার ৩০৮ টাকা।