বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ০৯:৫৩:০০

মাত্র ৪ দিনে বিমান বানিয়ে আকাশে উড়িয়ে সফলতার জানান দিল নবম শ্রেণির ছাত্র

মাত্র ৪ দিনে বিমান বানিয়ে আকাশে উড়িয়ে সফলতার জানান দিল নবম শ্রেণির ছাত্র

কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী : ইউটিউব দেখে মাত্র ৪ দিনে একটি বিমান বানিয়ে তা আবার স্কুল মাঠে গিয়ে আকাশে উড়িয়ে সফলতার জানান দিয়েছে নবম শ্রেণির ছাত্র রাহুল শেখ। বিমানের বাহ্যিক চেহারা দেখতে অবিকল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ মডেলের একটি উড়োজাহাজ। রাহুলের এমন বিস্ময়কর প্রতিভার ভিডিও চিত্র ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল।

রাহুল শেখ বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা গ্রামের কৃষক শামসুল শেখের ছেলে। সে স্থানীয় রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে সরেজমিনে রাহুলের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বারোমল্লিকা গ্রামে গিয়ে দেখা যায়, বাড়িতে রাহুলের তৈরি বিমান দেখতে ভিড় করেছে প্রতিবেশী, গ্রামবাসীসহ রাজবাড়ী জেলার বিভিন্ন গ্রাম গঞ্জের মানুষ। অনেকে ছবি তুলছেন, ভিডিও করছেন সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাসহ অনেক ইউটিউবার।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছে ক্ষুদে বিজ্ঞানী রাহুল শেখ। আলাপকালে সে জানায়, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল একদিন বড় বিজ্ঞানী হব। সেই স্বপ্নের প্রথম ধাপ হিসেবেই আমি তৈরি করেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ মডেলের একটি ছোট আকারের উড়োজাহাজ, যা সফলভাবে আকাশে উড়াতে পেরেছি। মাত্র ১৫ হাজার টাকা খরচে এই উড়োজাহাজ তৈরি করেছি। এর পেছনে ছিল অদম্য ইচ্ছাশক্তি, ইউটিউব থেকে শেখা জ্ঞান আর প্রচুর ধৈর্য। প্রথম মডেলটি ওজনে ভারী হওয়ায় সেটি উড়তে ব্যর্থ হই। তখন অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করেছিল। কিন্তু আমি হাল ছাড়িনি। টানা চার দিনের পরিশ্রমের পর অবশেষে সফলভাবে আকাশে উড়াতে পেরেছি বিমানটি। এতে আমি খুবই খুশি।

রাহুল বলেন, মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে আর নিজে কিছু টাকা জমিয়ে মোটর, ব্যাটারি ও রিমোট কন্ট্রোলসহ বিভিন্ন যন্ত্রাংশ কিনে মাত্র চারদিনে বিমানটি তৈরি করেছি। আকাশে যখন এটি উড়ছিল আমার মন আনন্দে ভরে গিয়েছিল।

রাহুলের বাবা শামসুল শেখ বলেন, আমি কৃষিকাজ করে সংসার চালাই। রাহুল আমার সবার ছোট সন্তান। সে শুধু বিমান নয়, এর আগে ফ্যান, লাইটসহ আরও অনেক কিছু নিজ হাতে বানিয়েছে। এসব জিনিস তৈরিতে তার আগ্রহ অনেক বেশি। আমি চাই সে এই পথেই এগিয়ে যাক। যতটুকু পারি, আমি তাকে সহযোগিতা করব।

রাহুলের মা আলেয়া বেগম বলেন, আমার ছেলে দিনরাত পরিশ্রম করে বিমানটি তৈরি করেছে। প্রতিদিন অনেক মানুষ আমাদের বাড়িতে আসে বিমানটি দেখতে। আমার খুব ভালো লাগছে। আমি দোয়া করি, আমার ছেলে ভবিষ্যতে আরও বড় কিছু আবিষ্কার করুক।

ফেসবুকে রাহুলের বিমান তৈরির ভিডিও দেখে রাহুলের বাড়িতে এসেছেন ফরিদপুর জেলার ইউটিউবার জাহিদ মুন্সি। তিনি বলেন, আমি ফেসবুকে দেখে রাজবাড়ীতে রাহুলের বাড়িতে এসেছি। সে কীভাবে বিমান বানিয়ে আকাশে উড়ালো তা নিয়ে একটি ভিডিও কনটেন্ট বানাব।

রাহুলের প্রতিবেশী আসাদ মিয়া বলেন, আমার বয়স ৫৫। আমি শুধু দেখেছি আকাশে বিমান, হেলিকপ্টার চলে। জীবনে কোনোদিন সামনাসামনি বিমান দেখেনি। প্রতিবেশী ভাতিজা রাহুল অবিকল একটি বিমান তৈরি করেছে। তা আবার রিমোট কন্ট্রোলে আকাশে উড়ছে। আমরা তো দেখে অবাক।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে এসেছেন করিম মোল্লা। তিনি বলেন, আমি পেশায় একজন হকার। গ্রামে গ্রামে ঘুরে শিঙাড়া বিক্রি করি। মানুষের মুখে শুনলাম যে বারোমল্লিকা গ্রামে এক স্কুলছাত্র বিমান বানিয়েছে। তা আবার আকাশে উড়ছে। নানা দিক থেকে মানুষ দেখতে আসছে। তাই আমিও এসেছি। এখানে এসে আমার ব্যবসা ভালোই হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী রাহুলের প্রতিবেশী ইমরান মোল্লা বলেন, আমাদের গ্রামের ছেলে রাহুলের তৈরি বিমান আকাশে উড়ছে, তা দেখতে প্রতিদিন অনেক মানুষ ছুটে আসছে। এটা আমাদের গ্রামের সুনাম বৃদ্ধি পেয়েছে। রাহুল আমাদের গ্রামের শুধু নয় পুরো দেশ ও জাতির গর্ব।

রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক শংকর পোদ্দার বলেন, রাহুল শেখ আমাদের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। সে কারিগরি দিক থেকে অত্যন্ত প্রতিভাবান। ইউটিউব দেখে সে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি বিষয়ে অনেক কিছু নিজে শিখে নিয়েছে এবং তা প্রয়োগ করে বাস্তবে জিনিস বানাতে সক্ষম হয়েছে। তার সাম্প্রতিক তৈরি উড়োজাহাজটি আমাদের সবাইকে বিস্মিত করেছে।-ঢাকা মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে