বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ০৩:৫৬:১৫

উপদেষ্টাদের মধ্যে যারা রাজনীতি করবেন তাদের পদত্যাগ করা উচিৎ : আসিফ মাহমুদ

উপদেষ্টাদের মধ্যে যারা রাজনীতি করবেন তাদের পদত্যাগ করা উচিৎ : আসিফ মাহমুদ

এমটিনিউজ২৪ ডেস্ক : উপদেষ্টাদের মধ্যে যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা উচিৎ বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। 

নির্বাচনের আগে পদত্যাগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ মহামুদ বলেন, সবাই শুধু পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন; কিন্তু এই সরকারে তো আরো অনেকে আছেন, যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে। এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন, কিংবা নির্বাচনও করবেন।

সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরো অনেক হয়তো আছেন। আমি মনে করি, সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত।
আসিফ মাহমুদ বলেন, আমি নিজে পদত্যাগ করব, কারণ আমি রাজনীতি করব। তবে নির্বাচন করবো কিনা এখনো ঠিক হয়নি।

পদত্যাগ করে এনসিপিতে যোগ দেবো কি না তা ঠিক হয়নি এখনো। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে