বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ০৮:০৭:৩৪

দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে পিনাকী ভট্টাচার্যকে

দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে পিনাকী ভট্টাচার্যকে

এমটিনিউজ২৪ ডেস্ক : জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্যকে দ্রুত প্যারিসের একটি হাসপাতালে নেয়া হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে পরীক্ষা-নীরিক্ষা চলছে।

আজ বৃহস্পতিবার বিকেলে পিনাকী ভট্টাচার্যের ভেরিফাইয়েড পেইজে এক পোস্টে এই তথ্য দিয়ে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, পিনাকী ভট্টাচার্য কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করছেন। আজকে পরিস্থিতি কিঞ্চিৎ অবনতি হওয়ায় বৃহত্তর প্যারিসের একটি হাসপাতালে আনা হয়েছে।

ডাক্তারেরা আশংকা করছে উনি আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন সম্ভবত সেটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে