শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ০৩:২৩:৫৯

নেতাকর্মীদের সতর্ক করে যা জানালেন গয়েশ্বর চন্দ্র রায়

নেতাকর্মীদের সতর্ক করে যা জানালেন গয়েশ্বর চন্দ্র রায়

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি জানান, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয় আছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে একথা বলেন তিনি। এ বিষয়ে নেতাকর্মীদের কারও পাতানো ফাঁদে পা না দেয়ার আহ্বান জানান গয়েশ্বর।

বিএনপির এই নেতা বলেন, এর আগে নানাজনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই-সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, লড়ে যাচ্ছেন গণতন্ত্রের জন্য। বেগম জিয়া নিজে কখনো জন্মদিন পালন করতে না, আমরাই করতাম।’

গয়েশ্বর বলেন, ‘এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে। আমরা বিশ্বাস করতে চাই নিবর্বাচন হবে। তবে ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে।’

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সতর্ক থাকবো। কারো পাতা ফাঁদে পা দেবো না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে