শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১০:০৫:৫৩

শেখ মুজিবের আদর্শ মানে বাকশাল কায়েম, ভিন্নমতকে হত্যা করা: রাশেদ খান

শেখ মুজিবের আদর্শ মানে বাকশাল কায়েম, ভিন্নমতকে হত্যা করা: রাশেদ খান

এমটিনিউজ২৪ ডেস্ক : শেখ মুজিবের শাসন যে হাসিনার চেয়ে ভয়ংকর ছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খান তার পোস্টে বলেন, ‘আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিস্টরা সক্রিয় হয়েছে। এদেরকে আপাতদৃষ্টিতে শেখ হাসিনার বিরোধী মনে হলেও এরা মূলত কৌশলে আওয়ামী লীগকে ফেরাতে কাজ করছে।

এরা শেখ মুজিবের বন্দনা করছে। এরা বোঝাতে চাচ্ছে শেখ মুজিবের আদর্শ ভালো, কিন্তু হাসিনার শাসন খারাপ ছিল, হাসিনা ভুল করেছে। তাই হাসিনাকে বাদ রেখে শেখ মুজিবের আদর্শের আওয়ামী লীগকে যেন রাজনীতি ও নির্বাচনে সুযোগ দেওয়া হয়।’ 

তিনি বলেন, ‘শেখ মুজিবের শাসন যে হাসিনার চেয়ে ভয়ংকর ছিল, এরা কি তা জানে না? শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম, ভিন্নমতকে হত্যা করা, গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করা ইত্যাদি! তাহলে তারা কি শেখ মুজিবকে স্মরণ করে শেখ মুজিবের শাসনামলে ফিরে যেতে চায়?’

তিনি আরো বলেন, ‘আওয়ামী সফট লীগাররা মাঠে নেমেছে, এদের চিহ্নিত করে এখনই বর্জন করতে না পারলে ভবিষ্যতে ভয়ংকর রূপ ধারণ করবে। একবার কল্পনা করুন, আওয়ামী লীগ ফিরে এলে বিপ্লবীদের কী পরিণতি লাভ করতে হবে।’ 

রাশেদ খান বলেন, ‘বিপ্লবীদের মধ্যে ভিন্নমত বা তাদের ভিন্নদল থাকতে পারে। কূটকৌশলের অংশ হিসাবে আওয়ামী কালচারাল ফ্যাসিস্টরা বিপ্লবীদের কোনো একটা দলের পক্ষে আবার কোনো একটা দলের বিপক্ষে অবস্থান নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির করে আওয়ামী লীগকে ফেরানোর কাজ করতে পারে। তাই নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা বা গণতান্ত্রিক চর্চা যা-ই থাকুক না কেন, আওয়ামী সফট লীগার বা কালচারাল ফ্যাসিস্টরা যাতে আশ্রয়-প্রশ্রয় না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে