শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:৩৫:৪১

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক: মোস্তাফিজুর রহমান

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক: মোস্তাফিজুর রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা ও মুক্তির জন্য আমরা সর্বদা একত্রিত থাকব।’

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে এ দোয়া মাহফিলের আয়োজন করেন মোস্তাফিজুর রহমান। তিনি চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচন করেন।

উপজেলা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ ইসলাম, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম ইমতিয়াজ করিম পেন্টু, উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, লোকমান, আলমগীর খান, শাহাবাস, মনির, আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গফুর, স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল, কলেজ ছাত্রদলের সহসভাপতি সাঈদুল, মুরাদুল ইসলাম, মিজানসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে