শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:৫২:৩৩

খালেদা জিয়া আপস করলে এত বড় গণঅভ্যুত্থান হতো না: হান্নান মাসউদ

খালেদা জিয়া আপস করলে এত বড় গণঅভ্যুত্থান হতো না: হান্নান মাসউদ

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। তিনি যদি আপস করতেন, তাহলে এত বড় গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও ঘটত না। তিনি বর্তমানে অসুস্থ। তাই আমরা সবাই মন থেকে তার সুস্থতার জন্য দোয়া করি।

শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেছেন হান্নান মাসউদ।

স্থানীয় নদী ভাঙন পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, নদী ভাঙনে ভূমিহীন বাজারের আশপাশের বহু এলাকা বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে সরকারের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

হান্নান মাসউদ বলেন, আমরা সবাই একসঙ্গে কাজ করলে হাতিয়াকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করা সম্ভব। এজন্য বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে চেয়ারম্যান ঘাট এলাকায় নদী ভাঙন কবলিত স্থানে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন এনসিপির এই নেতা। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে না গেলে হয়তো আমাকে মাটির নিচে বা আয়না ঘরে থাকতে হতো। গণঅভ্যুত্থান সফল হয়েছে বলেই আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি।

পরিদর্শন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- দলটির নোয়াখালীর সংগঠক কাজী তানভীর, ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান সীমান্ত, হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সামছল তিব্রিজ, ইউসুফ রেজাসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে