ঢাকা : রাজধানীর বেইলি রোডে ৬তলা থেকে নবজাতককে ফেলে দেয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ৭তলা ভবন থেকে পড়ে মারা গেল সাজিয়া মনি (৬) নামে এক শিশু।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ওয়ারী জুড়িয়াটুলি লেনের তাহেরবাগ এলাকায় ৭তলা ছাদে খেলার একপর্যায়ে নিচে পড়ে যায় সাজিয়া মনি।
নিহত সাজিয়া মনি কুমিল্লার মেঘনা উপজেলার সাতানি গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে। তার মায়ের নাম শাহিদা বেগম। দুই ভাই, এক বোনের মধ্যে সবার ছোট সে।
ওয়ার্কশপ ব্যবসায়ী বেল্লাল হোসেন জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সাজিয়া ভবনের অন্য শিশুদের সঙ্গে ছাদে ওঠে মনি। খেলার একপর্যায়ে সে ছাদ থেকে পড়ে যায়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন তিনি। দোকান থেকে ফিরে দেখি, আমার মেয়ের রক্তাক্ত দেহ। তখনই বুঝতে পারি সব শেষ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম