এমটিনিউজ২৪ ডেস্ক : ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা ও শিল্পীদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচী পালন করা হয়েছে। ‘ফ্যাসিস্টবিরোধী ছাত্রজনতা’র ব্যানারে শনিবার (১৬ আগস্ট) বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে দুই ঘন্টা ব্যাপী এ কর্মসূচী চলে।
চেরাগী পাহাড় মোড়ে লাগানো ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ড. হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বেশ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বেশ ক’জন নেতা ও অভিনয় শিল্পীদের ছবি ছিল।
কর্মসূচী চলাকালে আয়োজকরা সেখানে ছবিগুলোতে জুতা নিক্ষেপ করে এবং ফ্যাসিবাদবিরোধী নানা শ্লোগান দেয়। কর্মসূচীতে অংশগ্রহণকারীরা বলেন, আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। তার পিতার শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ফ্যাসিস্টের দোসররা আবারো শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর ফন্দি করছে। তাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধারা এ কর্মসূচী পালন করেছে।