বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ০৩:৩৯:৫৫

মহাখালীতে ভয়াবহ আগুন

মহাখালীতে ভয়াবহ আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

বুধবার (২০ আগস্ট) দুপুর দুইটা ৩৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম। তিনি ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে মহাখালী, গুলশান, তেজগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে কীভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে