বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ০৮:৩৪:২০

৭ দিনের সফরে চীন গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৭ দিনের সফরে চীন গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি সফরে চীনের উদ্দেশে যাত্রা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সফরে আজ (২১ আগস্ট) চীন গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে, তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

সাত দিন দিনের সফর শেষে আগামী ২৭ আগস্ট সেনাবাহিনী প্রধান দেশে ফিরবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে