বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ১২:৫১:৪৯

প্রধানমন্ত্রী মাঠের লক্ষ্মী: নাজমুল

প্রধানমন্ত্রী মাঠের লক্ষ্মী: নাজমুল

স্পোর্টস ডেস্ক : আমাদের প্রধানমন্ত্রী যে ক্রিকেট প্রিয় তা আর নতুন করে বলতে হবে না, সেটা ১৬ কোটি বাংলাদেশী ভালো করেই জানে। ঐতিহাসিক পতাকা দিবসে পাকিস্তানের বিরুদ্ধে টাইগারদের ঐতিহাসিক জয় মাঠে বসেই দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বিজয় আজ ১৬ কোটি বাংলাদেশীকে আনন্দের জোয়ারে ভাঁসিয়েছে। তারই রেশ ধরে ইতিমধ্যেই অনলাইনে ঝড় উঠেছে। বিশেষ করে ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী মাঠে গিয়ে নিজের দেশকে সমর্থন ও দেশের ক্রিকেটারদের উৎসাহিত করেছেন এবং টাইগারদের ঐতিহাসিক জয়ের সাক্ষী থেকেছেন।

প্রধানমন্ত্রী এই রুপ ক্রিকেটপ্রেম আগে থেকে লক্ষণীয় এবং তিনি যতবার মাঠে গিয়ে বাংলাদেশের হয়ে গলা ফাঁটিয়েছেন ততবারই বিজয় হয়েছে বাংলাদেশের। সেই কারণে আজকের ম্যাচের বিজয়ের পর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম ফেসবুকে প্রধানমন্ত্রী গ্যালারীতে বসে খেলা দেখার ছবি শেয়ার করে লিখেন, ‘তুমি তুমিই মাঠের লক্ষ্মী, জয় বাংলা’।

কৃষিবীদ বাবু ভট্টাচার্য লেখেন, 'জননেত্রী শেখ হাসিনা মাঠে গেছেন খেলা দেখতে, আজ জয় সুনিশ্চিত।'

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ১৯.১ ওভারে পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্য টপকে যায় টাইগাররা। ফলে এশিযা কাপের ফাইনালে আগামী ৬ মার্চ মহেন্দ্র সিং ধোনির ভারতের মুখোমুখি হবে মাশরাফিবাহিনী।
৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে