শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ০৩:০৪:৩৯

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের ইসহাক দার, সই হবে ৫ সমঝোতা স্মারক

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের ইসহাক দার, সই হবে ৫ সমঝোতা স্মারক

এমটিনিউজ২৪ ডেস্ক : দীর্ঘ টানাপোড়েন সম্পর্কের পর দ্বিপক্ষীয় সফরে বিশেষ বিমানে করে শনিবার দুপুরে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসবেন। এ সফর ঘিরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

এক যুগেরও বেশি সময় পর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক ভিন্ন মাত্রা পেতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বদিচ্ছায়। সূত্র মতে, শনিবার দুপুরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুদিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকা সফরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকটি একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে। সেখানে ইসহাক দারের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হবে। সে আয়োজনে আঞ্চলিক দেশগুলোর (সার্কভুক্ত) প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া বর্তমানে বাংলাদেশ সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও সেই ভোজে অংশ নেবেন বলে জানা গেছে।

গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা আসার কথা ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে সেসময় উত্তেজনা দেখা দিলে দারের ঢাকা সফর স্থগিত করে ইসলামাবাদ। বর্তমানে সব কিছু স্বাভাবিক থাকায় ঢাকা সফরে আসছেন ইসহাক দার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে