শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ০৫:৪৬:৫৪

চীনে এনসিপি-আইডিসিপিসির উপমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

চীনে এনসিপি-আইডিসিপিসির উপমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর উচ্চস্তরের প্রতিনিধি দল চীনের সরকারি আমন্ত্রণে দেশটির সরকারি সফরে থাকাকালীন আজ বেইজিংয়ে আইডিসিপিসি (চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ) কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী, মহোদয়া সান হাইয়ান-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

বৈঠকে দুইপক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক ও পার্টি-টু-পার্টি সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। সভায় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং এই অঞ্চলের ভবিষ্যৎ রাজনৈতিক উন্নয়ন সম্পর্কেও কথাবার্তা হয়। সদ্য প্রতিষ্ঠিত, যুব নেতৃত্বাধীন ও জুলাই আন্দোলনের অগ্রণী নেতৃত্বের প্রতিনিধি হিসেবে এনসিপি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

উপমন্ত্রী সান হাইয়ান এনসিপির কার্যক্রমের জন্য শুভকামনা জানিয়ে পার্টি-টু-পার্টি সম্পর্ক বৃদ্ধির প্রতি চীনা পক্ষের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিনিধিদলের পক্ষ থেকে এনসিপির আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম চীনা সরকারের ও আইডিসিপিসির আন্তরিক আতিথ্য ও উচ্চস্তরের সন্মান প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকের পর, আইডিসিপিসির মহাপরিচালক মোঃ পেং শিউবিন প্রতিনিধি দলে একটি রাত্রিভোজের আয়োজন করেন, যা বন্ধুত্ত্ব ও সহযোগিতার পরিবেশকে আরও গভীর করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে