শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ০৯:৪৪:৫০

গাছে ঝোলানো এক অভিনব ‘ভোট বিক্রির’ বিজ্ঞাপন!

গাছে ঝোলানো এক অভিনব ‘ভোট বিক্রির’ বিজ্ঞাপন!

এমটিনিউজ২৪ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এক অভিনব বিজ্ঞাপন ঝুলতে দেখা গেছে। হাতে ১০০ ভোট থাকার দাবি জানিয়ে ২০ হাজার টাকায় ফিক্সড দামে তা বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। বিজ্ঞাপনে যোগাযোগের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে—“(ঢাকা মেট্রো-ল-৬৩৬৫৪২) আ ফ ম কামাল উদ্দিন হল–বাইক।”

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকায় এমন দৃশ্য নজরে আসে। শিক্ষার্থীরা জানিয়েছেন, নম্বরপ্লেটসহ ওই নামে কোনো বাইক আছে কি না তা নিশ্চিত নন তারা। তবে বিজ্ঞাপনটিকে বেশিরভাগ শিক্ষার্থীই ‘মজা’ হিসেবেই দেখছেন।

এ বিষয়ে জাকসুর জিএস পদপ্রার্থী তৌহিদ সিয়াম বলেন, “মজা হিসেবে করলে আলাদা কথা, কিন্তু যদি সত্যিই বিশ্ববিদ্যালয়ে এসে কেউ ভোট বিক্রির প্রবণতা রাখে তবে সেটা দুঃখজনক।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে