রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ০২:১২:০৫

ফোন করে নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ফোন করে নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

এমটিনিউজ২৪ ডেস্ক : মোবাইল ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (৩১ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

 তিনি বলেন, ‘সকাল ১০টা ৭ মিনিটে টেলিফোনে নুরের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন রাষ্ট্রপতি। তিনি নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন। নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন।’

হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন বলে জানান হানিফ।

এদিকে, আজ নুরুল হক নুরকে দেখতে ঢামেক হাসপাতালে যান সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ৷ এ সময় চিকিৎসার খোঁজ খবর নেন তিনি৷

এর আগে গত শনিবার মোবাইলে ফোন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণ অধিকার পরিষদ সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরের খোঁজ-খবর নিচ্ছেন।

গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
 
আজ ঢামেক হাসপাতালের পরিচালক ব্রি. জে. মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার ৪টি সমস্যা রয়েছে। এগুলো হলো: নাকের হাড় ভেঙে গেছে, চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখের ইঞ্জুরি আছে এবং মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছিল। তবে তা ধীরে ধীরে কমে আসছে।

তিনি আরও জানান, ‘সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে। তবে কিছুটা ট্রমায় আছে। ৬ সদস্যের বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে