বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ১২:২৩:৪৮

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

নিউজ ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, ডিবি ও কোস্ট গার্ড, নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সব বাহিনীর প্রতিনিধিরা এতে উপস্থিত আছেন।

প্রথমবারের মতো এবারের ইয়নিয়ন পরিষদ নির্বাচন দলীয়ভাবে হচ্ছে। মোট ছয় ধাপে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতি ধাপে মাঠে থাকবে দেড় লক্ষাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এ ছাড়া এবারই প্রথম নির্বাচনী মাঠে চার দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের প্রস্তাব রেখেছে ইসি।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, সারাদেশের প্রায় সাড়ে চার হাজার ইউপি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে ইসি। এক্ষেত্রে নির্বাচনের দিন সাধারণ ভোটকেন্দ্রে ১৭ জন করে পুলিশ ও আনসারের ১৯ জন করে ফোর্স মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ফোর্স রাখার পরিকল্পনা রয়েছে ১৯ জন করে। তবে এ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কার্যপত্রে কিছু উল্লেখ করা হয়নি।

উল্লেখ আছে, পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসারের সমন্বয়ে প্রতি ইউনিয়নে একটি করে ৬৩৯টি মোবাইল ফোর্স, প্রতি তিন ইউপির জন্য স্ট্রাইকিং ফোর্স রাখা পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে প্রতি উপজেলায় দুটি করে র‌্যাবের মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং টিম এবং প্রতি উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোবাইল ও এক প্লাটুন স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার কথা ভাবা হচ্ছে।

এবার ছয় দফায় সারাদেশের ইউপিগুলোর ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগামী ২২ মার্চ প্রথম দফায় ৭৩৪ ইউপিতে ভোট হবে। দ্বিতীয় দফায় ৩১ মার্চ ৬৫১ ইউপিতে, তৃতীয় দফায় ২৩ এপ্রিল হবে ৭১১টিতে ও চতুর্থ দফায় ৭ মে ৭২৮টি ইউপিতে ভোট হবে।

এ ছাড়াও পঞ্চম দফায় ২৮ মে ৭১৪টি এবং ষষ্ঠ দফায় ৪ জুন ৬৬০টি ইউপির ভোটগ্রহণ হবে।
০৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে