রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১০:১৭:০৮

যে বিষয়ে কোন দ্বিমত নেই, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জানাল জামায়াত

যে বিষয়ে কোন দ্বিমত নেই, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জানাল জামায়াত

এমটিনিউজ২৪ ডেস্ক : রোজার আগে ফ্রেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের কোনো দ্বিমত নেই। এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বও নেই। তবে তার আগে জুলাই চার্টার বাস্তবায়ন করতে হবে।

রোববার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত প্রতিনিধি দলের নেতা ডা. আবদুল্লাহ মো. তাহের এ কথা জানান।

ডা. তাহের বলেন—লন্ডনে গিয়ে বৈঠক করে এবং জুলাই চার্টার না করে নির্বাচনের সময় ঘোষণা ভুল সিদ্ধান্ত হয়েছে।

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও (জাপা) নিষিদ্ধের পক্ষে মত দিয়েছে জামায়াত বলে জানান ডা. তাহের।

পিআর পদ্ধতির বিষয়ে জামায়াতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অধিকাংশ দল এর পক্ষে। আমরা পুরোনো পদ্ধতিতে নির্বাচন চাই না। পুরাতন পদ্ধতিতে কেন্দ্র দখলসহ নানা অনিয়ম হয়। নতুন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এগুলোর অবসান হবে।

তিনি বলেন—যেসব বিষয়ে মতভেদ রয়েছে সবাই মিলে বসে সেগুলো নিরসন করে নির্বাচনে যাওয়া উচিত। সবাই মিলে সবার অংশগ্রহণ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। অনেকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তারা সুযোগ পাবে।

বৈঠক ও প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন—জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও রফিকুল ইসলাম খান।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।জামায়াতের পর পর্যায়ক্রমে এনসিপি ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে