রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১০:২৩:২০

চীন থেকে দেশে ফিরেই নুরকে দেখতে যাবেন এনসিপি নেতারা

চীন থেকে দেশে ফিরেই নুরকে দেখতে যাবেন এনসিপি নেতারা

এমটিনিউজ২৪ ডেস্ক : চীন সরকারের আমন্ত্রণে ৫ দিনের সফর শেষে আজ রোববার রাতে দেশে ফিরছেন আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের এনসিপি প্রতিনিধি দল। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন ঢাকায় নিযুক্ত চাইনিজ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

জানা যায়, রাত ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ভিআইপি লাউঞ্জের বাইরে ব্রিফিং করবেন তারা।

ব্রিফিং শেষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক সারজিস আলম চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন।

এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে