এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরো বেশি কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও (জাপা) নিষিদ্ধের পক্ষে মত দেয় জামায়াত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত প্রতিনিধি দলের নেতা ডা. আবদুল্লাহ মো. তাহের এ কথা জানান।
পিআর পদ্ধতির বিষয়ে জামায়াতের অবস্থান পুনর্ব্যক্ত করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, অধিকাংশ দল এর পক্ষে। আমরা পুরোনো পদ্ধতিতে নির্বাচন চাই না। পুরাতন পদ্ধতিতে কেন্দ্র দখলসহ নানা অনিয়ম হয়। নতুন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এগুলোর অবসান হবে।
তিনি বলেন—যেসব বিষয়ে মতভেদ রয়েছে সবাই মিলে বসে সেগুলো নিরসন করে নির্বাচনে যাওয়া উচিত। সবাই মিলে সবার অংশগ্রহণ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। অনেকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তারা সুযোগ পাবে।