সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৭:০৭

হাসনাত আব্দুল্লাহর নামে ‘ভুয়া’ ভেরিফায়েড অ্যাকাউন্ট খুলে হাসনাতকেই ব্লক!

হাসনাত আব্দুল্লাহর নামে ‘ভুয়া’ ভেরিফায়েড অ্যাকাউন্ট খুলে হাসনাতকেই ব্লক!

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে হাসনাত আব্দুল্লাহর মূল অ্যাকাউন্টটিকে ব্লক করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। তবে কে বা কারা এই ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা করছে তা জানা যায়নি।

এদিকে ভুয়া আইডি খুলে বিভিন্ন স্ট্যাটাস ‍দিচ্ছে দুষ্কৃতিকারীরা। শুধু তাই নয়, অ্যাকাউন্টটি ভ্যারিফায়েড করে ব্লু ব্যাজও অর্জন করেছে।

এ বিষয়ে সোমবার সকালে হাসনাত আব্দুল্লাহ বলেন—আমার ছবি দিয়ে খোলা, আমার নামে বিভিন্ন স্ট্যাটাস দেওয়া এবং ব্লু ব্যাজ নিয়ে ভ্যারিফায়েড অ্যাকাউন্টটি আমার নয়, এটা ফেইক। ষড়যন্ত্রের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা এটা খুলে আমাকে ব্লক করে দিয়েছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন—লাল প্রোফাইল ও কাল ব্যাকগ্রাউন্ডে ‘আমি কখনো হারিনি, হয় জিতেছি নয় শিখেছি’ সংবলিত লেখা কভারের অ্যাকাউন্টটিই আমার। এর বাইরে আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট আমার নেই। আমার প্রোফাইলের বায়োতে ‘তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়. . .’ এই লেখাটি রয়েছে।

এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ বলেন, থানায় লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি জানাব। আশা করি তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে। ভুয়া আইডির কোনো তথ্যে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহর একমাত্র ফেসবুক অ্যাকাউন্টে ২ দশমিক ৮ মিলিয়ন অর্থাৎ ২৮ লাখ ফলোয়ার রয়েছে। এতে সরোয়ার তুষারকে নিয়ে সর্বশেষ পোস্ট গতকাল রোববার দেওয়া হয়েছে। এ অ্যাকাউন্টের প্রোফাইল লাল করা এবং কভারে কাল ব্যাকগ্রাউন্ডে ‘আমি কখনো হারিনি, হয় জিতেছি নয় শিখেছি’ সংবলিত লেখা। পাশাপাশি বায়োতে লেখা- ‘তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়. . .’।

অন্যদিকে, ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে ভিজিট করে দেখা যায়, এতে ২৮ হাজার ফলোয়ার রয়েছে। তাছাড়া, এতে অন্তর্বর্তীকালীন সরকার, ভারত, নির্বাচন, সংস্কার ইত্যাদি বিষয়ে পোস্টও করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে