এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ করেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, তিনি জাতির কাছে একটি সুন্দর নির্বাচনের জন্য অঙ্গীকার ব্যক্ত করেছেন। নির্বাচন হবে আন্তর্জাতিক মানের ভোটার উপস্থিতিসহ নতুন এবং মহিলা ভোটারদের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত হবে।
জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সহযোগিতার কথা ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টাকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকারকে তার সকল উদ্যোগ এবং কর্মসূচিতে সফল করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।