বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৮:২০

এবার কর্মসংস্থান হবে ২৫ লাখ লোকের, জানুন সুখবরটি

 এবার কর্মসংস্থান হবে ২৫ লাখ লোকের, জানুন সুখবরটি

এমটিনিউজ২৪ ডেস্ক : ৩০ বছর পর অর্থাৎ ২০৫৫ সালে মাতারবাড়ি- মহেশখালীতে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, মাতারবাড়ি-মহেশখালীকে আমরা চীনের সাংহাই বা সিঙ্গাপুরের বন্দরের মতো উন্নতমানের বন্দর তথা কমার্শিয়াল হাব হিসেবে দেখতে চাই। 

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে আশিক চৌধুরী এ কথা বলেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, আগামী তিন মাসের মধ্যে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (এমআইডিএ) মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৩ হাজার একর আয়তনের জমিতে তিনটি ধাপে (২০২৫ থেকে ২০৩০, ২০৩০ থেকে ২০৪৫ ও ২০৪৫ থেকে ২০৫৫) এর কার্যক্রম বাস্তবায়ন হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে