বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৭:৩০

'তারেক রহমানের হাত ধরেই বিএনপি দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেবে'

'তারেক রহমানের হাত ধরেই বিএনপি দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেবে'

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান আরেক জিয়াউর রহমান। জনগণ তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের হাত ধরেই বিএনপি শহীদ জিয়াউর রহমানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে এবং দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেবে।

বুধবার বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট ডিএস আলিম মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় ও আহবায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল হালুয়াঘাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে গারো সম্প্রদায়ের মহিলাদের অংশগ্রহণ সবার দৃষ্টিগোচর হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে