বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫২:০০

গাজীপুরে আসন বাড়লেও কমলো যে জেলায়

গাজীপুরে আসন বাড়লেও কমলো যে জেলায়

এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটে কমেছে একটি আসন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদীয় আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করার তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

ইসি সূত্র জানায়, সংসদীয় আসনের চূড়ান্ত তালিকায় গাজীপুরের একটি আসন বৃদ্ধি করা হয়েছে। আর বাগেরহাটের একটি আসন কমানো হয়েছে। এর ফলে গাজীপুরে আসন পাঁচটি বেড়ে ছয়টি সংসদীয় আসন করা হলো। আর বাগেরহাটে চারটি থেকে একটি কমিয়ে তিনটি করা হলো। 

গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করার প্রস্তাব করা হয়। এবং বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়।

এছাড়া পরিবর্তনের প্রস্তাব আনা হয় ৩৯টি আসনে। এগুলো হলো- পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরীয়তপুর ২ ও ৩; ঢাকা ২,৩,৭,১০, ১৪ ও ১৯; গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১, ২, ১০ ও ১১; নোয়াখালী ১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে