শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৭:০১

বিএনপির এই ত্রিমুখী দ্বন্দ্বকে কাজে লাগাতে চাইছেন হাসনাত আবদুল্লাহ!

বিএনপির এই ত্রিমুখী দ্বন্দ্বকে কাজে লাগাতে চাইছেন হাসনাত আবদুল্লাহ!

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির রাজনীতি তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ বিভাজন আরও প্রকট হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছেন নবীন প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। স্থানীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি হাসনাতের জন্য সুযোগ তৈরি করবে?

সরেজমিনে জানা গেছে, বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী—সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি এবং সাবেক ছাত্রনেতা এমএ আউয়াল খান—পৃথক তিনটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিটি কর্মসূচিতে আলাদা শোডাউনের মধ্য দিয়ে নিজেদের প্রভাব প্রমাণে মরিয়া তারা। এর মধ্যে মঞ্জু ও তারেক গ্রুপকে শক্তিশালী হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই ত্রিমুখী দ্বন্দ্বকে কাজে লাগাতে চাইছেন এনসিপির হাসনাত আবদুল্লাহ। দলের ভিতরের সংঘাত নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য না করে তিনি বরং সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করছেন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় আছেন।

অন্যদিকে জামায়াতের সম্ভাব্য প্রার্থী সাইফুল ইসলাম সহিদও এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা বলছেন, দেবিদ্বার ঐতিহ্যগতভাবে বিএনপির ঘাঁটি। এখানে ধানের শীষ প্রতীক এখনও মানুষের কাছে জনপ্রিয়। বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা যদি দ্বন্দ্ব ভুলে একত্র হয়, তবে দলের পক্ষে বিজয় সহজ হবে।

এ বিষয়ে ব্যারিস্টার রেজবীউল আহসান মুন্সী বলেন, “আমার বাবার হাত ধরে এই এলাকায় বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের পরিবারের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো ঐক্যবদ্ধ আছে।”

এএফএম তারেক মুন্সি বলেন, “ধানের শীষ প্রতীক যাকে দেওয়া হবে, দেবিদ্বারে তিনিই বিজয়ী হবেন।”

অন্যদিকে হাসনাত আবদুল্লাহ উঠান বৈঠকে বলেছেন, “কোনো প্রার্থী যেন জনগণকে ধোঁকা দিতে না পারে, সে জন্য মানুষকে সচেতন করার চেষ্টা করছি। এনসিপি রাজনীতির গুণগত পরিবর্তন চায়।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিএনপি যদি বিভক্ত থাকে, তবে এনসিপির হাসনাত আবদুল্লাহ বড় চমক দেখাতে পারেন। তবে বিএনপি যদি ঐক্যবদ্ধ হয়, তবে ধানের শীষই দেবিদ্বারে প্রভাব বিস্তার করবে—এমন মতামত এলাকাজুড়ে ঘুরপাক খাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে