এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী নির্বাচনে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারলে পাঁচ বছরেই বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সবাই যদি সত্যিই একটি মানবিক ও কল্যাণকর দেশ দেখতে চাই, তাহলে অতীতের কথা ভুলে ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিতে হবে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর কাফরুল দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মনিপুর স্কুল এন্ড কলেজ, ইব্রাহিমপুর, ব্রাঞ্চ-২ এ এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও চিকিৎসা গ্রহণে আগত সাধারণ রোগীরা উপস্থিত ছিলেন।
দেশে নিজের জটিল চিকিৎসা গ্রহণের সিদ্ধান্তের কারণ জানিয়ে জামায়াত আমির বলেন, যারা অল্প কিছু হাঁচি-কাশি হলেও বিদেশে চিকিৎসার জন্য দৌঁড়ান, তাদের জন্য প্রতিবাদ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছি। যে চিকিৎসা বাংলাদেশেই আছে, সেজন্য বিদেশে যাওয়া উচিত নয়। যারা দেশ গড়তে চান, তাদের বিদেশে চিকিৎসা নেয়া মানায় না। যেদিন জলিটল রোগের চিকিৎসা নিবেন, সেদিন চিকিৎসার ফাঁক-ফোকর বুঝতে পারবেন। আমি সেটাই বুঝার চেষ্টা করেছি এবং সংশ্লিষ্টদের তা বলে এসেছি।
তিনি বলেন, আমরা এমন একটি মানবিক দেশ গড়তে চাই, যেখানে অধিকারের জন্য কারও কাছে হাত পাততে হবে না। শিক্ষা-স্বাস্থ্য সেবা সবার জন্য নিশ্চিত করা হবে। দেশে স্বাস্থ্য সেবা যে কাঙ্ক্ষিত মানের নেই তার প্রমাণ আজকের এই মেডিকেল ক্যাম্পে রোগীদের ব্যাপক উপস্থিতি।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা কথা দিলাম-এই সমাজ পরিচালনার দায়িত্ব যদি আমাদের হাতে দেন তাহলে আমরা তেলা মাথায় তেল দেব না। যে মাথায় তেল নেই সেখানেই দেয়ার চেষ্টা করব। বঞ্চিত মানুষ হবে আমাদের অগ্রাধিকার। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে।
জামায়াত আমির চিকিৎসার কারণে দীর্ঘ এক মাস এক সপ্তাহ পর এ ধরনের দলীয় কর্মসূচিতে যোগ দিলেন।