এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ সা.-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের এ দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে।
শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে শুক্রবার এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী সা.-এর সুন্নাহ ও আদর্শ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্ট অনুসরণীয় ও অনুকরণীয়। এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।
ড. ইউনূস আরও উল্লেখ করেন, হজরত মুহাম্মদ সা. ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’–সমগ্র মানবজাতির জন্য রহমত। তিনি মানুষকে কুসংস্কার, অন্যায়, অবিচার ও অন্ধকার থেকে মুক্তি দিতেন এবং শান্তি, প্রগতি ও কল্যাণের বার্তা দিতেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপে প্রেরণ করেছি’ (সুরা আল-আম্বিয়া, আয়াত: ১০৭)।
প্রধান উপদেষ্টা বলেন, মহানবী সা.-এর জীবন ও চরিত্রকে কোরআনে ‘উসওয়াতুন হাসানাহ্’ অর্থাৎ সুন্দরতম আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার শিক্ষা ও আদর্শ প্রতিটি যুগ ও মানুষের জন্য মুক্তির দিশারি।
ড. মুহাম্মদ ইউনূস ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য সুসংহত হোক। মহানবী সা.-এর জীবনাদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের কল্যাণ ও মুক্তি নিশ্চিত হোক। আমিন।