এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে আদালতে রিট আবেদনকারী ছাত্রীকে গ/ণধ /র্ষ/ণের হুমকির প্রতিবাদে বুধবার দুপুরে সুপ্রিমকোর্টের প্রধান ফটকে মানববন্ধন করে ছাত্রদল।
সেখানে সংগঠনটির নেত্রীরাও বক্তব্য দেন। তারা ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিযোগ করেন। এদের মধ্যে একজন হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুপন্তি রত্না।
ওই মানববন্ধনে রত্না বলেন, ‘আমরা নারী শিক্ষার্থীরা রাজনীতিতে সক্রিয় হতে চাই, কিন্তু গুপ্ত সংগঠনের ভয়ভীতি আমাদের প্রতিদিন পিছু টেনে ধরে। বাংলাদেশের মোট ভোটারের ৫২ শতাংশ নারী। অথচ রাজনীতিতে আমরা বারবার বাধার মুখে পড়ি। কারণ, যারা প্রকাশ্যে রাজনীতি করে না, তারা আড়ালে থেকে আমাদের হেয় করে, আমাদের গালাগাল করে, আমাদের হুমকি দেয়।’
শুধু আমার ক্ষেত্রে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যত নারী প্রার্থী আছে, সবাই আক্রমণের শিকার হচ্ছে। উমামা ফাতেমা থেকে শুরু করে এমনকি তাদের প্যানেলের প্রার্থী জুমা নিজেই বলেছেন, তিনি শিবিরের ‘বট আইডির’ আক্রমণের শিকার হয়েছেন। অন্যান্য দলের বিরুদ্ধে বললে আক্রমণের শিকার হচ্ছে না; কিন্তু শিবিরের বিরুদ্ধে বললেই কেউ কমেন্ট বক্স খোলা রাখতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রতি এভাবে বাজে আচরণ করার হচ্ছে। এক্ষেত্রে আমি মনে করি, শিবিরের কেন্দ্রীয় নেতাদেরও দায় আছে। তার ওই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ‘আক্রমণাত্মক’ হয়ে ওঠেন বলে অভিযোগ করেছেন রত্না।
এ বিষয়ে রত্না নিজের ফেসবুকে লেখেন, ‘বুধবার আমার বক্তব্যে শিবিরের আঁতে ঘা লেগেছে। যাইহোক অবশিষ্ট ভোটও হারাইলা আমাকে গালি দিয়ে, ডাকসুতে ভোট কোনদিকে দেবেন একবার ভেবে নিয়েন। গক গক গক মিনস গালি গালি এবং গালি চালাও গালি।’
নেটিজেনদের গালাগালের বিষয়ে রত্না শুক্রবার যুগান্তরকে বলেন, ‘শুধু আমার ক্ষেত্রে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যত নারী প্রার্থী আছে, সবাই আক্রমণের শিকার হচ্ছে। উমামা ফাতেমা থেকে শুরু করে এমনকি তাদের প্যানেলের প্রার্থী জুমা নিজেই বলেছেন, তিনি শিবিরের ‘বট আইডির’ আক্রমণের শিকার হয়েছেন। অন্যান্য দলের বিরুদ্ধে বললে আক্রমণের শিকার হচ্ছে না; কিন্তু শিবিরের বিরুদ্ধে বললেই কেউ কমেন্ট বক্স খোলা রাখতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রতি এভাবে বাজে আচরণ করার হচ্ছে। এক্ষেত্রে আমি মনে করি, শিবিরের কেন্দ্রীয় নেতাদেরও দায় আছে।’
এদিকে রত্নার ছবিসহ নেটিজেনদের বাজে মন্তব্যের স্ক্রিনশট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অনলাইনভিত্তিক সংগঠন-জবিয়ানস পেজে পোস্ট করা হয়। পরে সেই পোস্টটি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নিজের ভেরিফয়েড পেজে শেয়ার করেন।
জবিয়ানস পেজে লেখা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুপন্তি রত্না। গত বুধবার নারীদের বুলিং নিয়ে একটা বক্তব্য দিয়েছেন যা মোটামুটিভাবে ভালোই নজর কেড়েছিল। আমরাও তার বক্তব্যটা শেয়ার দিয়েছি। নারীরা রাজনীতিতে আসুক এইটুকু উৎসাহ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বক্তব্যে তিনি শিবিরকে তার গুপ্ত এসব আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে আজ সেই এসব আইডির ভুক্তভোগী হচ্ছেন।
রত্না দুদিন আগে বলেছেন যে, নারীদের পাশে এই সমাজ একটা দেয়াল জুড়ে দেয়। সেই দেয়াল টপকিয়ে নারীদের প্রথমে কর্মী হতে হয়। পদে পদে বাধাগ্রস্ত করে তাদের দমিয়ে রাখা হয়। দুনিয়ায় গালাগাল করে কাউকেই আটকিয়ে রাখা যায় না।
অবাক হই এসব আইডি যারা চালায় ওরাও তো মানুষ। এদের বাবা-মা এদের কে কি এগুলোই শিক্ষা দেয়?