শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৩:৫৯

আবার কবে থেকে বৃষ্টি শুরু? যে বার্তা আবহাওয়া অফিসের

আবার কবে থেকে বৃষ্টি শুরু? যে বার্তা আবহাওয়া অফিসের

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা কয়েক দিনের হালকা বৃষ্টির পর এখন ভ্যাপসা গরম পড়ছে। মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশেই কমেছে বৃষ্টি। তবে ৯ সেপ্টেম্বরের পর বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মঙ্গলবারের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিহীন অঞ্চলে গরম বেশি থাকবে।

হাফিজুর রহমান আরও জানান, শুক্রবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। এ ছাড়া সারাদেশে হালকা বৃষ্টি হয়েছে। গতকাল দেশের বেশিরভাগ স্থানে তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আগামী পাঁচদিন দেশে বৃষ্টির প্রবণতা কম থাকবে। এ সময় বিছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ হতে পারে। গরম থাকতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে