এমটিনিউজ২৪ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্টভাবে বলেছেন, সন্ত্রাসীদের স্থান বাংলাদেশে হবে না। কুখ্যাত নৌডাকাত নয়ন ও পিয়াস বর্তমানে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তবে তারা ফিরে এলে তাদের জায়গা হবে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে।
শনিবার বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া থানার গুয়াগাছিয়ায় নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতেই গুয়াগাছিয়ায় এই অস্থায়ী পুলিশ ক্যাম্পটি স্থায়ী করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব ইতোমধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেকের অনেক ধরনের স্বার্থ থাকে। তবে সরকারের একটাই লক্ষ্য—অপরাধ ও সন্ত্রাস দমন।”