রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৮:০৫

চূড়ান্ত অনুমোদন, এবার যে সুখবর জাতীয় পরিচয়পত্র ইস্যুতে

চূড়ান্ত অনুমোদন, এবার যে সুখবর জাতীয় পরিচয়পত্র ইস্যুতে

এমটিনিউজ২৪ ডেস্ক : এখন থেকে হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তোলার জন্য আর থানায় গিয়ে বাধ্যতামুলক সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই। জনভোগান্তি দূর করতে নির্বাচন কমিশন (ইসি) জিডি করার এই নিয়ম বাতিল করে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, এনআইডি সেবা কীভাবে আরও সহজ করা যায় সেটি নিয়েও পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

জানা গেছে, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে নয় লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি।

সর্বশেষ প্রকাশিত হওয়া সম্পূরক ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় লাখ ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ছয় লাখ ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন। হিজড়া ভোটার ১২৩০ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে