এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর সংসদ ভবন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এ সময় মিছিলটি বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সংসদ ভবন এলাকায় মিছিল করা হয়।
এ সময় মাদারীপুর শিবপুর উপজেলার ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলাম কে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।
আওয়ামী লীগের মিছিলের বিষয়ে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, দুপুর ২টায় আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামার বাড়ির দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানারসহ আটক করা হয়েছে।