ঢাকা : রাজধানীর বনশ্রীতে দুই শিশু সন্তানকে হত্যার ঘটনায় স্ত্রী মাহফুজা মালেককে আসামি করে মামলা করতে যাচ্ছেন স্বামী আমান উল্লাহ। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি বলেন, শুনেছি শিশু দুটির বাবা বাদী হয়ে মামলা করবেন। এ বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছে। তিনি থানায় এলে মামলাটি রেকর্ড করা হবে।
এর আগে র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, মা মাহফুজা মালেকই দুই শিশুসন্তানকে হত্যার দায় স্বীকার করেছেন।
গত সোমবার বিকেলে বনশ্রীর ৪ নম্বর রোডের ৯ নম্বর বাসায় দুই ভাই-বোন সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান অরণি (১৪) ও হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির শিক্ষার্থী আলভি আমানকে (৬) নির্মমভাবে হত্যা করা হয়।
জামালপুরের পারিবারিক গোরস্থানে দুই শিশুকে দাফনের পর বুধবার দুপুরে মা মাহফুজা এবং বাবা আমান উল্লাহ মালেককে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় র্যাব-৩ এর কার্যালয়ে আনা হয়।
মঙ্গলবার রাতে দুই শিশুর দাফন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবা আমানউল্লাহ বলেন, আমরা পালাইনি, ভয় পেয়েছিলাম। ঢামেক কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়া লাশ দিতে অস্বীকৃতি জানালে আমরা ভয় পেয়ে যাই। তখন ময়নাতদন্তের বিষয়টি আমার স্ত্রী (মাহফুজা মালেক) সহ্য করতে পারবে না বলে হাসপাতাল থেকে তাকে নিয়ে বেরিয়ে আসি। সেখানে আমাদের স্বজনরা উপস্থিত ছিল।
তিনি বলেন, ঘটনার দিন আমি ব্যবসার কাজে বাইরে ছিলাম। পরে স্ত্রীর ফোন পেয়ে বাসায় এসে দেখি অরণী-আলভি গুরুতর অসুস্থ। আমি তাৎক্ষণিকভাবে প্রথমে আল রাজি হাসপাতালে ও সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে বনশ্রীতে দুই ভাই-বোন নিহতের ঘটনায় এক গৃহশিক্ষিকা, বাড়ির দারোয়ান ও নিহতদের এক স্বজনসহ মোট ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাব ও পুলিশ। মঙ্গলবার দুপুরে এবং সোমবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন অরণী ও আলভির গৃহশিক্ষিকা শিউলি, ওই বাসার দারোয়ান পিন্টু এবং নিহতের এক স্বজন।
এর আগে যে রেস্টুরেন্টের খাবার খেয়ে দুই ভাই-বোন মারা গেছে বলে পরিবার থেকে বলা হয়েছিল, সে রেস্টুরেন্টের ম্যানেজার ও প্রধান বাবুর্চিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ম্যানেজার মাসুদ রহমান, প্রধান বাবুর্চি আসাদুজ্জামান রনি ও তার সহযোগী আতাউর রহমান।
পরকীয়া, অর্থ-সম্পত্তির লোভ, মানসিক অসুস্থতা এসব কারণেই নিজের দু’সন্তানকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তাদের মা মাহফুজা মালেক জেসমিন। এ কথা র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন।
৩ মার্চ বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ে মাহফুজার বরাত দিয়ে র্যাব জানায়, সন্তানদের শিক্ষা নিয়ে উদ্বেগ থেকেই এ হত্যাকাণ্ড ঘটায় মাহফুজা। প্রাথমিকভাবে এটুকু জানা গেছে। বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম