এমটিনিউজ২৪ ডেস্ক : গতমাসে চীন সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরে গিয়েছিলেন এনসিপির প্রতিনিধিদল। নাহিদ ইসলামের নেতৃত্বে গত ২৬ আগস্ট রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ে এনসিপির প্রতিনিধিদল।
এ দলে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ। চীনে পৌঁছানোর পর তাদের ছবি প্রকাশ করা হলে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয় সেগুলো।
তবে ছবিতে সদস্যসচিব আখতারের হাতের ছাতা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে সেই ছাতা। সম্প্রতি সেই প্রসঙ্গে কথা বললেন আখতার হোসেন। জানালেন, কেন তার ছাতা হাতের ছবি এতটা ভাইরাল তা তিনি নিজেও জানেন না।
দেশের এক সংবাদমাধ্যমকে আখতার বলেন, ‘আসলে আমরা চায়নাতে গিয়েছি সেদিন ২৭ তারিখ সেখানে ভারী বৃষ্টি ছিল এবং আমাদেরকে নির্দেশ দেওয়া ছিল যাতে আমরা ছাতা সাথে করে নিয়ে যাই। কিন্তু কেন সেটা এতটা আলোচনার বিষয়বস্তু হয়ে গেল হঠাৎ করে এটাই আমার বোধগম্য হয়নি। আমি কয়েকটা দিন অনলাইনের বাইরে ছিলাম। পরে দেখি ছাতা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে।
অনেকে অনেক কথা বলছে পক্ষে বিপক্ষে। কিন্তু এটা খুব স্বাভাবিক যে ওয়েদারের কারণে এটা আমাকে নিতে হয়েছিল।’
আখতার আরো বলেন, ‘ছবি তোলার সময়টাতে ছাতা নিয়ে ছবি তোলা বা না নিয়ে ছবি তোলা- এগুলো তো খুব বড় ফ্যাক্টর বলে আমাদের কাছে মনে হয় না। কিন্তু মানুষেরা কেন এটা নিয়ে এত আলোচনা করেছেন এটা আসলে আমার নিজের কাছেই একটা কৌতুহলের বিষয়। মানুষ কেন ছাতা বা আমার হাতে যে ব্যাগ ছিল সেটাকে টিফিন ক্যারিয়ার বলেছেন অনেকে, কেন সেটা হলো! এরকমভাবে আলোচনার মধ্যে চলে আসলো বিষয়টা।
এটা আমাকে আসলে বিস্মিত করেছে এবং এই অনলাইনের জগতে যে কখন কোন বিষয়গুলোকে প্রধান করে তোলে সেই বিষয়গুলো নিয়েও আসলে নতুন করে ভাবার মত একটা পরিবেশ মনে হয় তৈরি হয়েছে এর মধ্য দিয়ে।’