নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি কেউ জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করতে চায় তাহলে রাইফেলের শেষ বুলেট থাকা পর্যন্ত প্রতিহত করবে পুলিশ।
রাজধানীর আগাঁরগাওয়ে এনইসি সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সিইসি এ কথা বলেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় বৈঠক শুরু হয়। শেষ হয়ে দুপুর আড়াইটায়।
কাজী রকিবউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম আমলে নেবে না তারা। তাদের বলেছি, আপনাদের রাইফেলের শেষ বুলেট থাকা পর্যন্ত কাউকে ছাড় দেবেন না। কেউ জাল ভোট বা ব্যালট ছিনতাই করে বাক্স ভর্তি করে তাদের কঠোর হস্তে প্রতিহত করবেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন সব সময়ই নির্বাচন সুষ্ঠুভাবে করতে চায়। নির্বাচন সুষ্ঠু করার ইচ্ছে আছে নির্বাচন কমিশনের। কারো মনে কোনো আশঙ্কা রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
কাজী রকিবউদ্দিন বলেন,আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা বলেছেন, তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সর্বদা সচেষ্ট থাকবেন।
তিনি বলেন, এর আগে পৌরসভা নির্বাচনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সিটি করপোরেশন নির্বাচনেও একই রকম ঘটনা ঘটেছে। তবে ইউপি নির্বাচনে এরকম একটা ঘটনাও বরদাস্ত করা হবে না। নির্বাচন সুষ্ঠু করতে কোনো ছাড় দেয়া হবে না।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, চার নির্বাচন কমিশনার, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অব অফিসার, পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, ডিবি ও কোস্টগার্ড, নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সব বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার ছয় দফায় ইউপি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগামী ২২মার্চ প্রথম দফায় ৭৩৪ ইউপিতে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ৩১ মার্চ ৬৫১ ইউপিতে, তৃতীয় দফায় ২৩ এপ্রিল হবে ৭১১টিতে ও চতুর্থ দফায় ৭ মে ৭২৮টি ইউপিতে ভোটগ্রহণ। পঞ্চম দফায় ২৮ মে ৭১৪টি এবং ষষ্ঠ দফায় ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোটগ্রহণ হবে।
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম