মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৭:৫৭

প্লিজ ছাত্রলীগ হইয়েন না, শিক্ষকদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হবে: ছাত্রদলকে ফরহাদ

প্লিজ ছাত্রলীগ হইয়েন না, শিক্ষকদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হবে: ছাত্রদলকে ফরহাদ

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বহিরাগতদের ক্যাম্পাসে এনে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

ফরহাদ বলেন, “প্লিজ ছাত্রলীগ হইয়েন না। নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে আচরণ করতো, আজ ছাত্রদলের ভাইয়েরা সেই আচরণ করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হবে।”

শিবির সমর্থিত এই প্রার্থী অভিযোগ করেন, ঢাবির আশপাশে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী জড়ো করেছে ছাত্রদল, তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হলেও দায় চাপানো হচ্ছে শিবিরের ওপর। তিনি আরও মনে করিয়ে দেন, ২০২৪ সালের আগস্টে ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল, কিন্তু টিকতে পারেনি। এবারও একই ঘটনা ঘটলে শিক্ষার্থীরা প্রতিহত করবে।

নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেও ফরহাদ বলেন, “অমর একুশে হলে ভোট কারচুপি হয়েছে, এর প্রমাণ আসার পর রোকেয়া হলে নাটক সাজানো হয়েছে। যেখানে অনিয়মের অভিযোগ উঠছে, সেসব কেন্দ্রে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে—কারও ওপর দায় চাপিয়ে এড়ানো যাবে না।”

ছাত্রদলকে আবারও সতর্ক করে ফরহাদ বলেন, “শিক্ষকদের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ যেমন ব্যবহার করতো, আজ ছাত্রদলও তাই করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের সবসময়ই সৌজন্যমূলক আচরণ করা উচিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে