মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৭:৪৭

'ছাত্রীরা ভোটকেন্দ্রগুলো পাহারা দিচ্ছেন'

'ছাত্রীরা ভোটকেন্দ্রগুলো পাহারা দিচ্ছেন'

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণের পর চলছে গণনা। এমন পরিস্থিতিতে রাত জেগে ছাত্রীরা ভোটকেন্দ্রগুলো পাহারা দিচ্ছেন বলে জানিয়েছেন জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

এস এম ফরহাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে আমাদের পথ দেখিয়েছেন; এবারও তার ব্যতিক্রম হবে না, ইনশাআল্লাহ।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রাণের ডাকসুকে যারা রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত করার জন্য মব তৈরি করছেন, শিক্ষকদের হুমকি দিচ্ছেন, কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভয় দেখাচ্ছেন—আপনাদের অপচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার জন্য ছাত্রী বোনেরা এত রাতেও কেন্দ্র পাহারা দিচ্ছেন। স্বপ্নের এই ক্যাম্পাসকে গড়তে বোনেরা এভাবেই নেমে আসবেন। দিনশেষে বিজয় শিক্ষার্থীদেরই হবে, ইনশাআল্লাহ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে