বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৮:১৩

‘লাইলাতুল গুজব’ : ভিপি প্রার্থী উমামা ফাতেমা

 ‘লাইলাতুল গুজব’ : ভিপি প্রার্থী উমামা ফাতেমা

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সহ সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারা দিন ভোট গ্রহণ শেষে রাতে গণনাকালে তিনি দুই শব্দের এই স্ট্যাটাস দেন।

ফেসবুক স্ট্যাটাসে উমামা লিখেন, ‘লাইলাতুল গুজব।’ তিনি এই স্ট্যাটসে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে কমেন্ট সেকশনে নানাজন মন্তব্য করছেন।

এর আগে, ভোট গ্রহণ শেষ হওয়ার কিছু পরপরই তার ফেসবুক অ্যাকাউন্ট ডিসঅ্যাবল হয়ে যায়। পরে ফিরেও পান জানিয়ে একই আইডিতে তিনি লিখেন, ভোট গ্রহণের শেষ সময়ে রিপোর্টিংয়ের ফলে আমার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গিয়েছিল। অনেক চেষ্টার পর কিছুক্ষণ আগে আইডি ফেরত পেয়েছি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে