বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৯:৫১

ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু

ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু

এমটিনিউজ২৪ ডেস্ক : ডাকসু নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা শুরু হয়েছে। রাত একটা ৩৮ মিনিটে কার্জন হলের ফলা ফল ঘোষণা শুরু হয়। আটটি কেন্দ্রের প্রত্যেকটি থেকে আলাদা আলাদা ফল ঘোষণা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ভোট গণনা শেষে সিনেট ভবনের সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়েছে।

প্রায় চল্লিশ হাজার ভোটারের মধ্যে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে ধারণা দিয়েছে কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে