বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৪:৪৫

ডাকসু নির্বাচনে ইতিহাস গড়ার পথে ছাত্রশিবির, শাহবাগে সমর্থকদের উল্লাস

ডাকসু নির্বাচনে ইতিহাস গড়ার পথে ছাত্রশিবির, শাহবাগে সমর্থকদের উল্লাস

এমটিনিউজ২৪ ডেস্ক : শাহবাগে ছাত্রশিবির সমর্থকরা উল্লাস করছেন। তারা শ্লোগান দিচ্ছেন সাদিক কায়েম বাংলাদেশি তুমিও জানো, আমিও জানি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইতিহাস গড়ার পথে ইসলামী ছাত্রশিবির। প্রাথমিক ফলাফলে দেখা যায় কার্জন হল কেন্দ্র ও ভূতত্ত্ব কেন্দ্র ও একুশে হলে ছাত্রশিবিরের প্রার্থীরা অন্য প্রার্থীদের চেয়ে ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন। 

অসমর্থিত একটি সূত্রে জানা গেছে আটটি কেন্দ্রের বাকি কেন্দ্রগুলোতেও ব্যাপক ভোটে এগিয়ে রয়েছে ছাত্রশিবির প্রার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কার্জন হল ভোট কেন্দ্রের ফল ঘোষণা শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী অমর একুশে হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১; উমামা ফাতেমা ৯০; শামীম হোসেন ১১১; আবদুল কাদের ৩৬ ও বিন ইয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬; মেঘ মল্লার বসু ৮৬; আবু বাকের মজুমদার ১৪৭ ও তানভির বারী হামিম ১৮০ ভোট পেয়েছেন।

সুফিয়া কামাল হলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১২৭০। আর আবিদ পেয়েছেন ৪২৩। জিএস পদে ফরহাদ ৯৬৪। মেঘমল্লার বসু ৫০৭। হা-মিম ৪০২। এজিএস পদে মহিউদ্দিন ১১৩৫। আর হা-মিম ৩৯৭।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে