ঢাকা : ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মেগা প্রকল্পের জন্য এবার আলাদা মূলধনী বাজেট করার পরিকল্পনা রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় মন্ত্রী এ তথ্য জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ড. কেএএস মুরশিদ, ড. জামাল উদ্দিন, ড. সাজ্জাদ জহির।
অর্থমন্ত্রী মুহিত বলেন, আগামী বাজেট নিয়ে আমরা চিন্তা-ভাবনা শুরু করেছি। সবার সাথে আলোচনা করে বাজেট প্রণয়ন করা হবে। এখন আগামী বাজেটের আকার কত হবে তা নির্ধারণ করেছি।
তিনি বলেন, আমরা ৯০ হাজার কোটি টাকা দিয়ে প্রথম বাজেট শুরু করে আজ ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট করতে যাচ্ছি।
ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আমরা অনেক বড় প্রকল্প হাতে নিয়েছি। আমাদের উচিত প্রকল্পের ভেতরে ঢুকে কারিগরি নকশা, মূল্যায়ন, দক্ষতা দেখা। মাইক্রো পর্যায়ে সতর্ক হওয়া।
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম