এমটিনিউজ২৪ ডেস্ক : কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা।
তিনি জানান, মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের সমর্থনে একটি পোস্ট দেওয়া হয়।
পোস্টে লেখা ছিল, ‘মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।’ এখানে উল্লেখিত সংখ্যাগুলো ছিল ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর ব্যালট নম্বর। এ ঘটনায় সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।
পরে কয়েক ঘণ্টার মধ্যে তিনি পোস্টটি মুছে ফেললেও বিতর্ক থামেনি। এ নিয়ে তোলপাড় শুরু হলে ওসি দাবি করেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্যে পোস্ট দিয়ে তাকে হেয় করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে আইডি হ্যাকের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান মোজাফফর হোসেন।