নিউজ ডেস্ক : টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা ফরিদ আলীর চিকিৎসার্থে তার স্ত্রীর হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফরিদ আলীর স্ত্রী মনোয়ারা বেগমের হাতে অনুদানের এ চেক হস্তান্তর করা হয়।
সম্প্রতি কৌতুক অভিনেতা ফরিদ আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন- এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে এ অভিনেতার চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেয়ার ঘোষণা দেন।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফরিদ আলীর স্ত্রীর হাতে ২৫ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘদিন ধরে ফরিদ আলী হৃদরোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম