নিউজ ডেস্ক : ঢাকা মহানগর এলাকায় বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করার নির্দেশনা চেয়ে এবার হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া নামের ওই আইনজীবী বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। আগামী রোববার রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
এর আগে গত ১ মার্চ ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম থেকে পুলিশকে বিরত থাকার অনুরোধ জানিয়ে লিগ্যাল নোটিস পাঠান তিনি। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর কমিশনারকে এ নোটিস পাঠানো হয়। পরদিন ২ মার্চ এ বিষয়ে আরেকটি লিগ্যাল নোটিস পাঠান আরেক আইনজীবী।
ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, আইন মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনগত সহায়তা করতে আমি ইচ্ছুক। তবে যে সহায়তা তারা চাচ্ছেন তা তাদের আইনগত এখতিয়ারে পড়ে না। ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো কোনো আইনি সুযোগ পুলিশের নেই।
নাগরিকদের ব্যক্তিগত গোপনীয় তথ্য পুলিশ যেভাবে সংগ্রহ করছে তাতে অপব্যবহার হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এসব তথ্য যদি কোনো ভুল ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে পড়ে তাহলে ব্যক্তির ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুণ্ন হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে।
সংবিধানে নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তার যে অধিকার দেয়া হয়েছে পুলিশের এ উদ্যোগে তাও ভঙ্গ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ কারণেই তিনি রিট আবেদনটি করেছেন বলে জানান।
প্রসঙ্গত, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এক পৃষ্ঠার যে ফরম ভাড়াটিয়াদের পূরণ করতে দেয়া হচ্ছে, সেখানে ভাড়াটিয়ার ছবির পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট নম্বর, ফোন নম্বর, জন্মতারিখসহ বাসার বাসিন্দা এবং গৃহকর্মী ও ড্রাইভারের তথ্য চাওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের লোগোসংবলিত ওই ফরমের ফটোকপি বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আবার সংগ্রহ করছেন পুলিশ সদস্যরা। বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের ফরম পূরণ করে জমা দিতে তাগাদা দিচ্ছেন।
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম