চাঁপাইনবাবগঞ্জ : পুলিশ চাপা দেয়া সেই ট্রাকচালককে আটক করা হয়েছে। সিগন্যাল অমান্য করে ট্রাক চালানোই যার নেশা, সেই পেশাদার ট্রাকচালককে ১৪৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের দুই কর্মকর্তাকে ট্রাকচাপা দিয়ে হত্যা করেন চালক মো. সিরাজুল ইসলাম (৩৮)।
সোনামসজিদ স্থলবন্দর সড়কের কানসাট পুকুরিয়া এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটান তিনি। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার রাজারামপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম (৪০) এবং জয়পুরহাট জেলার ধারতি সূতিঘাট এলাকার শাজাহান আলীর ছেলে শিক্ষানবিশ ট্রাফিক সার্জেন্ট আতাউল ইসলাম (২৮)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, মাদক পরিবহন করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে কানসাট গোপালনগর মোড়ে ঢাকা মেট্রো-ট-১৪-৮৯৪৮ নম্বরের ট্রাকটি থামতে সংকেত দেয় পুলিশ। সংকেত অমান্য করে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তিনি জানান, পুলিশের দুই কর্মকর্তা মোটরসাইকেলে করে ট্রাকটি ধরার চেষ্টা করেন। পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে ট্রাকটির সামনে গিয়ে আবারো থামার সংকেত দিলে না থামিয়ে পুলিশ সদস্যদের চাপা দিয়ে পালিয়ে যান ট্রাকচালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিহত দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
সদর হাসপাতালের চিকিৎসক শফিকুল ইসলাম জানান, ট্রাকের চাকায় পিষ্ট সার্জেন্ট আতাউল ইসলামের পেটের নিচ থেকে দেহের বাকি অংশ এবং এসআই সাদেকুল ইসলামের ডান পা বিছিন্ন হয়ে গেছে। দুজনের পেটের নিচের অংশ চূর্ণবিচূর্ণ অবস্থায় ছিল। তাদের দেহ ট্রাকের সামনের ও পেছনের চাকায় পিষ্ট হয়েছে বলে জানান ওসি।
ময়নাতদন্ত শেষে তাদের নামাজে জানাজা চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনের মাঠে অনুষ্ঠিত হয়। এরপর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
শিবগঞ্জ উপজেলার ডোবপুকুর-ভোলাহাট সড়কের কাশিয়াবাড়ি এলাকা থেকে ট্রাকসহ চালককে আটক করে পুলিশ। আটক সিরাজুল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার অনুরাগ গ্রামের আওয়াল আলীর ছেলে।
সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ি স্কুলের সামনে থেকে ট্রাকসহ চালককে আটক করা হয় বলে জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম।
তিনি জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় বিকেলে দুটি মামলা দায়ের হয়েছে। অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আল মামুন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের একটি মামলা দায়ের করেন।
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম