রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৬:০১

তরুণদের প্রথম ভোটটি হোক ধানের শীষেই : টুকু

তরুণদের প্রথম ভোটটি হোক ধানের শীষেই : টুকু

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হলে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন করবে। তিনি তরুণদের উদ্দেশ করে বলেন, তরুণদের প্রথম ভোটটি হোক ধানের শীষেই।

শনিবার ১৩ (সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়নে গোসাইবাড়ি কুমুল্লি এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি নির্বাচিত হলে টাঙ্গাইলে কোনো ধরনের সন্ত্রাস থাকবে না; চাঁদাবাজি থাকবে না। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে টাঙ্গাইলকে উন্নয়নের রূপকার হিসেবে পরিচিতি করব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এ দেশটা আমাদের সবার। এর জন্য সবাই মিলেমিশে দেশকে ভালোবেসে বুকে ধারণ করে, লালন করে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজ করে যাব। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ।

মতবিনিময় সভায় ডা. আজহারুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী নেতারা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে